রংপুর বিভাগীয় প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১-৮নং ওয়ার্ড) আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. নুরুল আমিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক। রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সারাদেশের ন্যায় রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতেন দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন,ধারণা করা হচ্ছে, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের জন্যই ওই আসনটির ফাঁকা রাখা হয়েছে। দলটির শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। এর আগে বিভিন্ন সভা সমাবেশ থেকে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি। রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
ঢাবিতে আলাদাভাবে বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।...