রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ ক্যা¤েপর উদ্বোধন করা হয়েছে। আজ ৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া দারুল কামিল মাদ্রাসা মাঠে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান উপস্থিতিতে এ হেলথ ক্যা¤েপর উদ্বোধন করা হয়। হেলথ ক্যা¤পটি শনিবার শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি ড. শওকাত আলী, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ভাই মো. রমজান আলী, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. তাহমিনা বানু, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম, নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ইঞ্জিনিয়ার ড. ওয়ালিউর রহমান, ব্রাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
নিহত বুয়েট শিক্ষার্থীর মা বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে
এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার। দুই সন্তানের পড়াশোনাকেই সবচেয়ে গুরুত্ব দিতেন মা–বাবা। ছেলে মুহতাসিম মাসুদ (২২) বাংলাদেশ প্রকৌশল...