রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ধর্ষণের ১৫ বছর পর ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এ রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ২ জন উপস্থিত ছিলেন। মামলার আরেক এক আসামি বাবু মিয়া পলাতক রয়েছে। গত ২৬ জুন রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন, রংপুর নগরীর এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও লালবাগ কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া। বাবু মিয়া পালাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৬ মে রংপুর নগরীর তাজহাট বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে এক নারী রিক্সায় করে নগরীর মর্ডাণ মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বাবু মিয়া ও তার সহযোগীরা রিক্সার গতিরোধ করে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বাবু মিয়াকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রফিক হাসনাইন বলেন, ১৫ বছর পর রায় হলেও মামলার বাদী সন্তোষ প্রকাশ করেন।
গাজায় যুদ্ধবিরতির পরও ১৫০ ফিলিস্তিনিকে হত্যা
চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে তাতেও থেমে নেই ইসরাইলি আগ্রাসন। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ...