রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বৈঠকে রেজাউল করিম (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চন্দনপাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার বিকালে নিজ বাড়ি লাহিড়ীরহাটে আলোচনায় বসে রেজাউল করিম তার চাচাতো ভাই রাব্বীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় রেজাউল করিমের সঙ্গে রাব্বীর পিতার বাগবিতন্ডা হয়। একপর্যায়ে রাব্বী রাম দা দিয়ে সজোরে রেজাউল করিমের মাথায় কোপ দেন। পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত সরকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় জানান নি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
পলাশবাড়ীতে ইট-ভাটা আইন লংঘন, বাড়ছে স্বাস্থ্যঝুকি ও পরিবেশ দুষন।
বায়োজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীর প্রত্যান্ত পল্লী ও কৃষি জমির উপর অবৈধ ভাবে গড়ে তুলছে ইট ভাটা। মানছেন না...