রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। সেই সাথে মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন তারা। আজ ৩ নভেম্বর রবিবার দুপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল। রংপুর মেডিকেল কলেজ ক্যা¤পাস থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শেষে তিনি অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি ঘোষণা করেন। ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যক্ষ মাহফুজার রহমানকে কলেজ থেকে অপসারিত না করেন তা হলে মঙ্গলবার চিকিৎসকরা হাসপাতালে ২ ঘণ্টা ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখবে। সেই সাথে আগামী বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপরেও অধ্যক্ষ অপসারিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Exit mobile version