রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাউয়ারের পাশে পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন বেলা পৌনে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, বেলা পৌনে ১১টায় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে ৭টি ইউনিট কাজ করে দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চলতি মাসের শুরুর দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।

এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার এলাকার ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হন।

Exit mobile version