রাজধানীর বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানঃ আটক ২৪

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০০৩০ ঘটিকা হতে ০২৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ইউনিট ও দারুস সালাম থানা পুলিশের সমন্বয়ে মিরপুর-১, খালেক সিটি, লালকুটি বড় মসজিদ, বড় বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে কিশোর গ্যাং এর ১০ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীরা আমিন বাজার ব্রীজ সংলগ্ন আন্ডারপাস, দিয়াবাড়ি মোড় এবং বেড়িবাধ সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এছাড়াও, রাজধানীর বাউনিয়া বাঁধ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১৪ জন মাদক সেবনকারীকে মাদকদ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version