রাবি প্রতিনিধি : উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুকাইয়া হাসান রাকাকে সভাপতি ও একই বিভাগের কৌশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মো: হাসিব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার ( ৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে উত্তরণ সাহিত্য পত্রিকার সম্পাদক ও সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক, কৌশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, আফরিন জাহান, সাংগঠনিক সম্পাদক মো.আলমান হোসেন ও মাহামুদুল হাসান আসিফ, অর্থ সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক, হাসিব হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মো তানভীর হোসেন আকাশ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাকিলা খাতুন।
এছাড়া সাধারণ সদস্যরা হলেন মোহাম্মদ মিঠু, ভীষ্ম রায়, আফসানা ইয়াসমিন মুক্তি, আজিজা সরকার মিলু, সাদিয়া ইসলাম, ফারিহা তাবাসসুম, তাসিন খান, সবুজ হোসেন, শরিফা খাতুন, নাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক কনক আমিরুল ইসলাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।