রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিযুদ্ধে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভা সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ-কমিটি।
সভা সূত্রে আরও জানা যায়, এবছর ভর্তি পরীক্ষায় থাকবে ৪ টি ইউনিট।
প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।