রাবিতে শিবগঞ্জ উপজেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবগঞ্জ (বগুড়া)  উপজেলা সমিতির উদ্যোগে নবীণ বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান মাঠে দুপুর ৩ টা থেকে শুরু হয়ে ৩ টি আলাদা আলাদা পর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে  ছিলেন স্পোর্টস সায়েন্স বিভাগের অফিসার ড. হাবিবা হায়দার লিচু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আমাদের এলাকা থেকে তোমরা এতগুলো ছেলেমেয়ে  চান্স পেয়েছো, এতে আমি অত্যন্ত আনন্দিত। এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাকরি। সামনের দিনে আমরা শিবগঞ্জ উপজেলাকে সারাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্যে স্পোর্টস সাইন্স বিভাগের অফিসার ডক্টর হাবিবা হায়দার লিচু বলেন, তোমাদের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত। যেকোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে আছি।
এসময় অনুষ্ঠানের ৩ টি আলাদা আলাদা পর্বের প্রথম অংশে  বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে ২০২১-২২ শেসনে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের বরণ এবং শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিরেক্টর অফ প্লানিং নুর আমিন, ডিরেক্টর অফ অর্গানাইজিং রাজিফা রাণী, ডিরেক্টর অফ ফাইনান্স আবু মুসা, ডিরেক্টর অফ মিডিয়া শাকিল আহমেদ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।
Exit mobile version