রাবি সংবাদদাতা :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৬ষ্ঠ বারের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় বিজ্ঞান উৎসব’ ২০২২”। টেকসই উন্নয়নের ৯টি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের মিডিয়া সম্পাদক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুই দিনব্যাপী এবারের আয়োজনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া সকলের জন্য সিক্স ডি, নাইন ডি মুভি প্রদর্শনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজিত এই উৎসবে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ১৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ফিয়েস্টা অফলাইনে হলেও রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনলাইনে। যঃঃঢ়ং://ভরবংঃধ.ৎঁংপ.ড়ৎম.নফ ওয়েবসাইটে ফিয়েস্টার রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানা যাবে।##
উপদেষ্টা মাহফুজ যেখানে মব, সেখানেই গ্রেপ্তার
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গত সাত-আট মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে। এখন থেকে যে যেখানে...