অঝোরে
—রাহুল রাজ
কত দিন তোমার চুলের
গন্ধ শুকিনা।
বন্ধ ঘরে অন্ধ আবেগে-
নিস্পলক চোখে,
দেখি না তোমার চোখ।
হয় না ডাকা সেই প্রিয় নামে-
মুনা পাখি সোনা পাখি।
কত দিন হয়!
আলতো আদরে-
প্রেমের চাঁদরে-
জড়িয়ে ধরি না বুকে।
ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি-
ভেসে যাওয়া সুখে দুখে।
কিছু নেই ঠিক, হাল ভাঙ্গা নাবিক-
ভাসে দরিয়ার জলে-
প্রেমের দাহনে পুড়েছি আমি
গভীর প্রেমের ছলে।
হয়নি বলা কত কাল ওগো
কেমন আছ তুমি?
সমুখে পথ, তবু কানে ভাসে শপথ,
পথভ্রষ্ট আমি।
কোন দিন যদি, কবির কথা
গোপনে মনে পড়ে।
কবিতায় খুঁজো, বুঝো,
চোখের জল কালি হয়ে
ঝরেছিল অঝোরে।
Related ০৬/১১/২০২৩ In "কবিতা/ছড়া/সাহিত্য"
খোঁজ -- রাহুল রাজ এসেছিল প্রেম, ভেসেছিল মন দেখেছিল রাঙ্গা মুখ। নিয়েছিল হাতে, দিয়েছিল কথা গিয়েছিল যত দুখ। সেই মুখ আজ বিমুখ হয়েছে নতুন মুখের ভিড়ে। খোঁজে তবু চোখে, কত নানা লোকে গেছে যে বাঁধন ছিড়ে। খাঁচা ভাঙ্গা পাখি যতই না ডাকি- খাঁচায় ফেরে না আর। ডানার ভরে, পরের…
১৮/০৯/২০২৩ In "কবিতা/ছড়া/সাহিত্য"
তোমার আমার মিলন না হলে কিছুই হবে না পৃথিবীর দুঃখগুলো পুশে রেখে বুকে, দোষ দেব সব নিয়তির। বুকের ভেতর স্মৃতিগুলো সব যত্নে রাখবো জমা কিছুই হবে না এই সমাজের, যদি না করি ক্ষমা। হাজার প্রেম রোজ ভেঙে, চাপা পড়ে ইতিহাসে কত যুগলের মন ভারি হয় হতাশার নিঃশ্বাসে। তোমার আমার মায়ার…
০২/০১/২০২৪ In "কবিতা/ছড়া/সাহিত্য"