লক্ষ্মীপুর: কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে সাড়ে ৪২ মণ মাছ, ৪ টি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় তাদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পর আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়। তাদের নৌকাগুলো জব্দ করে রাখা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এর আগে রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত মৎস্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৬ জেলেকে আটক করা হয়।
জানা গেছে, কমলনগর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড রোববার রাতে নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক জেলেদের ৪টি মামলায় প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ কারেন্টজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান আদালত পরিচালনা করেন।
মৎস্য বিভাগ জানায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। একইসঙ্গে ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহণ ও মজুদও নিষিদ্ধ। আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানা ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।