লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের হলি ফাউন্ডেশন  বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

মুহা: আক্তারুজ্জামান
বৃহস্পতিবার ২৮/১২/২০২৩ তারিখ লক্ষ্মীপুর  হলি গার্লস স্কুলের হলি ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের সভাপতি সর্দার সৈয়দ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম।
প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক না। শিক্ষার্থীকে তার মেধা অনুযায়ী  বেড়ে উঠার সুযোগ দেওয়া উচিত। যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে না থাকে। তিনি বলেন শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে। তিনি শিক্ষা ব্যাবস্থার বর্তমান কারিকুলামের প্রসঙ্গে বলেন এটি একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, আপনারা এর উপর আস্থা রাখুন।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে  পুরষ্কার, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র , লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো:শফিকুল ইসলাম, হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ মো রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হলি গার্লস স্কুলের সহকারী শিক্ষক আজগর হোসেন।
Exit mobile version