আজ ২১ নভেম্বর, সোমবার। আপনার দিনটি আজ কেমন যাবে, রাশিচক্রের মাধ্যমে জেনে নিতে পারেন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনো নারীর সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আজ দিনটি ভালো, কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। অনেকদিনের ঝলে থাকা পাওনা টাকা আজ আদায় হতে পারে। আর্থিক বিষয়ে যোগাযোগ তৈরি হবে। পিতার শরীর নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে।
মিথুন (২২ মে – ২১ জুন)
হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসতে হতে পারে। আজ নিজের সুবিধার জন্য, কোনো কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো যাবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
প্রিয় জন আজ কোনো কারণে মুখ ফিরিয়ে নেবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভালো। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায়, কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনো বিবাদ বাড়িতে আসতে দেবেন না। পেটের যন্ত্রণা বাড়তে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মন শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। টাকাপয়সা চুরি যেতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
লটারি পেতে পারেন। বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তির যোগ। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বৃদ্ধি।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আইনি কাজে খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বিবাদ। ধর্মীয় কাজে কিছু খরচ হতে পারে। ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজ কোনো প্রিয়জনের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনো আশা করা বস্তু লাভ হওয়ার সম্ভাবনা। আর্থিক ব্যাপারে আজ ভালো চাপ থাকবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বহুদিনের প্রেম আজ বিয়েতে রূপ নেবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞানচর্চায় অগ্রগতির যোগ।