মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ লাবীব মডেল স্কুলের শিক্ষার্থীদের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২২ অক্টোবর ২০২৪ বুধবার দিনাজপুর গোড়-এ শহীদ বড় মাঠে লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এ. এইচ. এম শহীদুল্লাহ।
বাষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দৌড় প্রতিযোগিতা, চকলেট দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণী ভিত্তিক ও বালক বালিকা বিভাগ ভিত্তিক খেলাধুলার মধ্যে ঝুরিতে বল নিক্ষেপ, ইয়েস নো গেমস, পাথর কুড়ানো, মোরগ লড়াই, চেয়ার চক্র, স্যার বলেছেন গেমস, সুই-সুতা দৌড়। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বালিশ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লাবীব মডেল স্কুলের ২ দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ ও সমাপনী ২৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।