সাহাব উদ্দিন রিটু, লামা,বান্দরবান প্রতিনিধি::বান্দরবানের লামা উপজেলায় বৃষের চারা রোপন করছে পুঁজিবাদী কোম্পানীগুলো। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানে প্রায় ৭ হাজার একর ফসলি জমিতে চলছে মরণব্যাধি ক্যান্সারেরমত রোগের বিষবৃক্ষ তামাকের চাষ। এ চাষের জন্য কোম্পানীগুলোর পক্ষ থেকে আগে ভাগেই অর্থ, সার, বীজ, পলিথিন, কীটনাশকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চাষিদের প্রদান করা হয়েছে । রেজিষ্ট্রেশনভূক্ত এসব চাষী মৌসুম শুরুর আগেই চড়া মূল্যে ফসলি জমিগুলো অগ্রিম লাগিয়ত নেওয়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও তামাক কোম্পানীগুলো তাদের রেজিষ্ট্রেশনভুক্ত চাষিকে ইতিমধ্যে বীজ, পলিথিন, কীটনাশক, সার ও ঋণ প্রদান করেছেন। আর কৃষকরা তাদের ফসলি জমি, স্কুলের আশপাশ, মাতামুহুরী নদীর চর ও নদীর দুই ধারসহ বিভিন্ন স্থানের জমিতে তৈরি করেছে বীজতলা।এর মধ্যে কেউ কেউ বীজতলা থেকে চারা উঠিয়ে জমিতে রোপন করছেন।
কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, গত সপ্তাহের প্রতিবেদন অনুসারে চলতি মৌসুমে উপজেলায় ৬৮০ হেক্টর অর্থাৎ ১ হাজার ৬’শ ৭৯ একর জমিতে তামাকের চাষ করা হয়েছে।
তবে রেজিস্ট্রেশনকৃত চাষীর সংখ্যা ও জমির পরিমাণ প্রকৃত কত তা কৌশলগত কারণে এড়িয়ে যাচ্ছে কোম্পানীগুলো।ধারণা করা হচ্ছে এর পরিমান আরও বেশি হতে পারে।
পৌরসভা এলাকার হরিণঝিরি,কলিঙ্গাবিল, ছাগল খাইয়া, সদর ইউনিয়নের মেরাখোলা, সাবেক বিলছড়ি, মাতামুহুরী নদীর রাজবাড়ী পয়েন্টসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে সর্বত্রই তামাকের চাষ চলছে।
তামাক চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট ও পরিবেশের মারাতœক ক্ষতি হয় বলে মতামত পরিবেশবাদীদের।এছাড়া চিকিস্যৎকদের মতে তামাকজাত দ্রব্য সেবনের ফলে ফুসফুসের মরণব্যাধি ক্যান্সারসহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানব দেহ।সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ এপ্রিল মাসের দিকে রোপীত তামাকের নীল বিষে আক্রান্ত হবে এলাকার পরিবেশ । উৎপাদিত এসব তামাকের দ্রব্য সারাদেশে ছড়িয়ে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে মানুষকে।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মহি উদ্দিন মাজেদ চৌধুরী বলেন,তামাকজাত দ্রব্য সেবনে ফুসফুস,মুখগহবর,খাদ্যনালীতে প্রাণঘাতী ক্যান্সার ও মুখ,খাদ্যনালী এবং শ্বাসতন্ত্র দীঘর্ মিয়াদী সিওপিডি রোগে আক্রন্ত হয়।
সংবাদ প্রেরক
জিএম কাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না। শুক্রবার...