সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):লামায় উপজেলা বৌদ্ধ জনকল্যান সমিতির উদ্যোগে বিভিন্ন স্তরের কৃর্তি শিক্ষার্থীদের সংবধনা দেওয়া হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে গগন মাষ্টার পাড়ায়(সিন্দুনগর) বৌদ্ধ জনকল্যাণ সমিতির নিজ কার্যালয়ে এ সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনসুত্রে জানা যায়, লামা উপজেলা বৌদ্ধ জনকল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা ও ত্রিলোকপ্রিয় সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা প্রয়াত ভদন্ত ত্রিলোকপ্রিয় মহাথেরের প্রথম বাৎসরিক অষ্টপরিস্কারসহ মহাসংঘদান উপলক্ষে জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ২০২১-২০২২ সালের এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।এতে নন্দিতা বড়–য়া ইলকে একজন রতœাগর্ভা মা হিসেবে এবং এসএসসি,এইচএসসি ও ¯œাতক বিভাগে উত্তীর্ণ হিসেবে ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও পেস্টুন দিয়ে সংবর্ধিত করা হয়।দরদরি বৌদ্ধবিহার অধ্যক্ষ বিনয়শীল ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,সংবর্ধিত অতিথি রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা,মুখ্য আলোচক ভদন্ত বোধিমিত্র থের এম এ,প্রধান ধর্মদেশক সংঘরতœ ভদন্ত প্রজ্ঞামিত্র,বিশেষ ধর্মদেশক ভদন্ত প্রজ্ঞাবোধি থের উপস্থিত ছিলেন।বৌদ্ধ জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক বাবু রনজিত বড়–য়ার সঞ্চলনায় উদ্বোধনী বক্তব্য রাখে সমিতির সভাপতি জ্ঞান বিকাশ বড়–য়া,স্বাগত বক্তব্য চিত্ত রঞ্জন বড়–য়া, শুভেচ্ছা বক্তব্য ডা. উজ্জল বড়–য়া। পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পেস্টুন তুলে দেন অতিথিগণ।এসময় অতিথিদের কাছ থেকে পেস্টুন গ্রহন করেন ¯œাতক উত্তীর্ণ শিক্ষার্থী বিউটি বড়–য়া,পিংকি বড়–য়া,এসএসসি উত্তীর্ণ ওয়াইমেহ্লা মার্মা,নটরডেম কলেজের ছাত্র তন্ময় বড়য়াসহ ৫০জন শিক্ষার্থী।
সংবাদ প্রেরক
সাহাব উদ্দিন রিটু
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে
বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে...