সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে কিশোর কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হল ৫দিনব্যাপী ফুটবল টুর্ণামেন্ট।ড্যানিডার অর্থায়নে ইউএনডিপির সহযোগীতায় গ্রাউসের আয়োজনে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকালে কিশোর গ্রুপে ইউনো মোস্তফা জাবেদ কায়সার,ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও মঙ্গলবার সকালে কিশোরী গ্রুপে জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান,ফাতেমা পারুল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় কিশোর কিশোরী দলের ফাইনাল ম্যাচ।
জানা যায়, ১১টি জাতিগোষ্টীর বসবাসে সম্প্রিতির বন্ধন বাড়াতে ”শান্তির জন্য ক্রিড়া” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বেসরকারি সংস্থা গ্রাউস উপজেলায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে কিশোর গ্রুপে ৮টি, কিশোরী গ্রুপে ৮টিসহ মোট ১৬টি দলের অংশগ্রহনে এই টুর্ণামেন্টের আয়োজন করে। এতে অংশগ্রহনকারী দলগুলি হল ইয়াংছা উচ্চ বিদ্যালয়,মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরই উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়,লামা সরকারি উচ্চ বিদ্যালয়,ফাইতং উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয় এবং হলি চাইল্ড পাবলিক স্কুল।কোয়াটার,সেমি ফাইনালশেষে কিশোরে সরই উচ্চ বিদ্যালয় ও ইয়াংছা উচ্চ বিদ্যালয় আর কিশোরীতে লামা সরকারি উচ্চ বিদ্যালয় ও গজালিয়া উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠে।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিশোর দলে সরই উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ইয়াংছা উচ্চ বিদ্যালয়,কিশোরী দলে গজালিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে লামা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।খেলাশেষে উভয় দলের সেরা খেলোয়াড়, গোলদাতা,গোল রক্ষকদের পুরুস্কারসহ চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জহিরুল ইসলাম।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ,ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ছাচিংপ্রু মার্মা,ইউএনডিপির প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামাল,উপজেলা ফ্যাসিলেটর সেলিম উদ্দিন,গ্রাউসের উপজেলা ফোকাল পার্সন মেহেরুন নেছা,প্রোগ্রাম অফিসার পাখম বম, প্রশিক্ষক জেনেলিন বাপ্পী,মেমং মার্মা,বাপ্পী চক্রবর্তী।
সংবাদ প্রেরক————–