সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে স্তৃতিস্তম্বে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্নঅফিস ও রাজনৈতিবক দল।দিবসটি উপলক্ষে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।এতে কুচকাওয়াজে প্রাথমিক শাখায় কোয়ান্টাম কসমো স্কুল প্রথম,হলিচাইল্ড পাবলিক স্কুল দ্বিতীয়,নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়,মাধ্যমিক শাখায় মর্ডান স্কুল এন্ড কলেজ প্রথম,তৃতীয় হয় হলিচাইল্ড পবলিক স্কুল।অপরদিকে ডিসপ্লে প্রদর্শনে প্রাথমিক শাথায় প্রধম কোয়ান্টাম কসমো স্কুল,দ্বিতীয় হলিচাইল্ড পাবলিক স্কুল,তৃতীয় নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক শাখায় প্রথম মর্ডাণ স্কুল এন্ড কলেজ,দ্বিতীয় হলি চাইল্ড পাবলিক স্কুল এবং তৃতীয় হয় মহামনি শিশু সদন।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপেজলা চেয়ারম্যান মোস্তফা জামাল।এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) কাজি আতিকুর রহমান,ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরে বিকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফরহাদ মজহার বিএনপির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি
বিএনপির ‘দ্রুত নির্বাচন’ দাবির সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।...