সাহাব উদ্দিন রিটু, লামা,বান্দরবান : পরিবারে ২বান্দরবানের লামায় ৫৫১
কোটি ৫০ লক্ষ টাকার সোলার বিতরণ করা হয়েছে।শনিবার সকাল ১০ টায়
উপজেলার সরই ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এসকল সোলার বিতরণ করা
হয়।এ লক্ষ্যে সরই ইউনিয়ন পরিষদ মিলনায়াতনে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।সভায় পরিষদ চেয়াররম্যান মোঃ ইদ্রিস কোম্পানির
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াররম্যান মোস্তফা
জামাল। নিবার্হী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা সহকারী
তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও সরই ইউনিয়ন আওয়াামী লীগ সভাপতি
নুরুল আলম বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা জামাল বলেন,মুজিববর্ষ উপলক্ষে প্রধান
মন্ত্রীর ঘোষণা ছিল, বিদ্যুৎ যাবে সবার ঘরে ঘরে। তারই আলোকে
প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায়
সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পর্যায় শীর্ষক
প্রকল্পের উপকার ভোগীদের মাঝে এই সোলার বিতরণ আজ প্রমান করে-
প্রধানমন্ত্রীর ঘোষণা, বিদ্যুৎ ছাড়া কেউ থাকবে না। তিনি আরও
বলেন,আপনারা যেখানে বিদ্যুৎ জ্বালাবেন সেখানে ২/৩শ বছর আগে
থেকে আজব্দি অন্ধকারাচ্ছন্ন ছিল।এখানে বিদ্যুতের কথা আপনারা কেউ
ভাবতেও পারেনি । এই সোলারের মাধ্যমে শহরেরমত আজ আপনাদের ঘরেও
আলো জ্বলবে।
পরে ইউনিয়নের ৩,৭,৮ নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ের উঁচু নিচুতে
বসবাসরত ৫৫১ পরিবারের মধ্যে ২ কোটি ৫০ লক্ষ টাকার সোলার সিস্টেম
বিতরণ করা হয়।
এসব সোলার সিস্টেম পেয়ে উপকারভোগীদের কয়েক জন র্যাংত্র ¤্রাে,
লংনান ¤্রাে,তাংহ ¤্রাে জানান,আমরা কখনও এলাকায় বিদ্যুতের কথা
ভাবিনি। এখন আমরা ঘরে আলো জা¡লাতে পারব,মোবাইলে চার্য দিতে
পারব।
গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, ‘আমি ঠিক বুঝিনি’: ফখরুল
সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কেন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে সেটা ‘বুঝতে পারেননি’ বলে মন্তব্য করেছেন বিএনপি...