শর্ট স্ক্রিপ্ট’র মোড়ক উম্মোচনীতে বহু ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী আপনারা সাব্বির সেন্টুর নাটক মঞ্চস্থ করবেন আশা করি ভাল কিছু পাবেন

বন্দর প্রতিনিধি
বহু ভাষাবিদ,দেশ খ্যাতিমান কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী বলেছেন,সাব্বির আহমেদ সেন্টু আধুনিক নাটকের রূপকার। বাংলার কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করতে তার শর্ট স্ক্রিপ্ট বইটি নিঃসন্দেহে গ্রহণযোগ্যতা অর্জণ করবে। আমি বলবো এটা তার যুগোপযোগী প্রয়াস। যুগের সাথে তাল মিলিয়ে নাট্যাঙ্গনকে এগিয়ে নেয়ার এরচেয়ে সহজতর আর কিছু হতে পারে না। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলার ১৬তম দিন সন্ধায় কথা সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর ৫ম প্রকাশনা নাট্যগ্রন্থ ” শর্ট স্ক্রিপ্ট ” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুল হাসান নিজামী আরো বলেন, সাব্বির আহমেদ সেন্টু দুঃসাধ্যকে সাধ্য করেছেন ৩ ঘন্টার নাটক ৩০মিনিটে আনতে সক্ষম হয়েছেন। আপনারা সাব্বির আহমেদ সেন্টুর নাটক মঞ্চস্থ করবেন আশা করি ভাল কিছু পাবেন। মানবাধিকার সংগঠক মোমেন ইসলামের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশবরেণ্য ছড়াকার ও সংগঠক আতিক হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যক্ষ সুরকার,গীতিকার ও গবেষক প্রফেসর মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল বাশার মজুমদার,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি,আমর বাংলাদেশ (এবি) পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংঠনিক সম্পাদক শাহজাহান বেপারী,কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ হোসেন,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন,বন্দর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,সিরাজ উদ্দৌলা নাট্যদলের সাংগঠনিক সম্পাদক বশির খান,মিডিয়া ভিশনের পরিচালক সোনিয়া আহমেদ প্রমুখ।

Exit mobile version