শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

 

 

 

মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশি জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা আজ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, বিকেলে।

ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলার এক মাদ্রাসায় দোয়া মাহফিলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাক এর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সদস্য এবং দোয়ার উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম শিলা। তিনি তার বক্তৃতা বলেন, মহরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তিনি প্রতিটি মানুষের অন্তরে আজও বিদ্যমান।

অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত ও দোয়া এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত খালাসী, শমসের মুন্সী, আবুল কাশেম কাজী, মোকছেদুল ফকির, আজিজুল খান ও আব্দুল মান্নান মোন্নাফ সহ আরো অনেকে।

Exit mobile version