শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাঈদের ভাই ও ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, স¤পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ। এর আগে প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন। উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।
আজ রোকেয়া দিবস
রংপুর বিভাগীয় প্রতিনিধি: নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর সোমবার। নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানকে স্মরণ করতে আজ বেগম রোকেয়া দিবস পালন করা হবে। দিবসটি পালনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য নারীদের বেগম রোকেয়া পদক প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। নারী শিক্ষার প্রসারে রোকেয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়েই বেগম রোকেয়া পদক ২০২৪ পেতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি, বেসরকারি ভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমসহ প্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট।

Exit mobile version