তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহনপুর উপজেলার ধুরইল ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে ৫ ডিসেম্বর রোববার সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।এদিকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।#