শান্তিনিকেতনের শিল্পী মধুবন্তী চক্রবর্তীর একক রবীদ্র সংগীতে মুগ্ধ অভ্যাগতরা

প্রেস বিজ্ঞপ্তি  তাতারিখ : ৩১ মে ২০২৪
ছায়ানট মিলনায়তন আজ ৩১ ম ২০২৪; শুক্রবার সন্ধ্যায় স্টেট মাল্টিমিডিয়ার আয়াজনে একক রবীদ্র সংগীত পরিবশন হয়। সংগীত পরিবশনা করেন শান্তিনিকেতনের প্রতিভাবান শিল্পী মধুবন্তী চক্রবর্তী।
‘অনন্ত আনন্দধারা’ শিরানামে আয়োজনে মধুবন্তী চক্রবর্তী গেয়েছেন- তাই তামার আনন্দ আমার পর, আছি তোমারই মাটির কন্যা, বহ নিরন্তন আনন্দধারা, মেঘ বলেছে যাব যাব, আমারে তুমি অশেষ করেছ, জগত আনদযজ্ঞসহ বশ কয়কটি রবীদ্র সঙ্গীত পরিবেশন করন। মধুবন্তী চক্রবর্তী বাংলাদেশের এই প্রথম কোনো ঘটা আয়াজন গাইলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযাদ্ধা জাদুঘরের সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযাদ্ধা মফিদুল হক।বলেন, এমন আয়োজন আমাকে শান্তিনিকেতনের পরিবেশে ফিরিয়ে নিয়ে গেছে। আমি শুদ্ধ রবীন্দ্র সংগীতপ্রেমী। আমি আশা কবর আজ তোমন কিছু গান শুনতে পাব।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
উপচে পড়া দর্শক মধুবন্তীর অসাধারণ কণ্ঠের  সুর মুর্ছনায় মুগ্ধ হয়েছেন।
Exit mobile version