প্রেস বিজ্ঞপ্তি
এবছর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে ৪ কোটি টাকা বরাদ্দ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক লীগ-ডিএল (অলি আহাদ) এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা জোরদার করেন এবং সেই সাথে এবছর শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা পুজায় নিজস্ব বলয়ে নিরাপত্তা জোরদার করবেন। পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দুষ্কৃতিকারীরা যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। সেই জন্য সারাদেশে ডিসি, এসপিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। পরিশেষে দেশের সর্বস্তরের জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানান।