জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এই অভিযোগ দাখিল করা হয় বলে বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান জানান।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০০ জনের নাম রয়েছে।
সালাহউদ্দিন খান সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা অভিযোগে ৮৪টি মামলার এজাহারের কপি, বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০০ জনের তথ্য রয়েছে।
আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মত একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ‘নির্বিচারে গুলি ও নির্যাতন’ করা হয়।
১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতাকর্মীরা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। সে সময় নিহত ৮৪৮ জন বিএনপিকর্মীর তালিকা দলটি ট্রাইব্যুনালে জমা দিয়েছে।