বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ^বিদ ̈ালয়ের অর্থনীতি
বিভাগের প্রা৩ন অধ ̈াপক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ ̈াপক ড. আবুল বারকাত-
এর শাশুড়ি আনোয়ারা বেগম আজ ২৬ ফেবধুয়ারি ২০২৩ তারিখ সকালে
ফরিদপুরের বোয়ালমারী ̄’ নিজ বাসভবনে বার্ধক ̈জনিত কারণে মৃতু ̈বরণ
করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃতু ̈কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তাঁর মৃতু ̈তে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমার
আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাঁর পরিবারবর্গের প্রতি গভীর
সমবেদনা প্রকাশ করছে।