শ্রীলঙ্কাকে চেপে ধরলেন এবাদত-তাসকিন

ক্যাচ তুলেছেন চারিত আসালাঙ্কাও। শর্ট বলে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন আসালাঙ্কা, তবে মিডঅফে থাকা মাহমুদউল্লাহকে পার করাতে পারেননি।

এবাদতের পর শ্রীলঙ্কার টুটি চেপে ধরলেন তাসকিন। তুলেন নিলেন ভয়ঙ্কর ব্যাটসম্যান রাজাপাকসেকে। এর আগে অভিষেকে প্রথম ওভার করতে এসেই বাংলাদেশকে ডাবল ব্রেকথ্রু দিলেন এবাদত হোসেন। ফেরালেন পাতুম নিসাঙ্কাকে। শর্ট বলে পুল করতে গিয়ে টপ এজড হয়েছেন নিসাঙ্কা, শর্ট মিডউইকেটে দিয়েছেন সহজ ক্যাচ।

শেষ বলে ক্যাচ তুলেছেন চারিত আসালাঙ্কাও। শর্ট বলে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন আসালাঙ্কা, তবে মিডঅফে থাকা মাহমুদউল্লাহকে পার করাতে পারেননি।

নিসাঙ্কা ফিরেছেন ১৯ বলে ২০ রান করে, আসালাঙ্কা ৩ বলে ১ রান করে। ৪৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে। পাওয়ারপ্লের শেষ ওভার করতে এসে ইবাদত মাত্র ৪ রান দিয়ে নিলেন ২ উইকেট। এরপর তার শিকার দানুশকা গুনাতিলাকা। স্লো বাউন্সারে তুলে মারতে গিয়ে টপ এজড হয়েছিলেন গুনাতিলাকা, বল উঠেছিল বেশ ওপরে। ফাইন লেগ থেকে অনেকটা ছুটে এসে, ক্যাচের নিচে নিজেকে প্রস্তুত করে, মুশফিককে থামিয়ে ক্যাচটি নিয়েছেন তাসকিন আহমেদ।

মেন্ডিস না ফিরলেও ফিরেছেন গুনাতিলাকা। শ্রীলঙ্কার স্কোর ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান।

Exit mobile version