সড়কে শিক্ষার্থীদের উপহার দিলেন সাফা-সাবিলারা

সড়কের শৃঙ্খলা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। ছাত্রদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি প্রশংসা করছেন সাধারণ মানুষ। তাদের কেউ কেউ স্বেচ্ছাসেবী হয়ে মাঠে নামছেন, আবার কেউ তাদেরকে পানি, জুস, স্ন্যাক্স, ফাস্টফুড, ফলমূল কিংবা দামি কোনো খাবার দিয়ে আপ্যায়ন করছেন।

এবার এসব স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদেরকে উপহার দিতে দেখা গেল তারকা অঙ্গনের ব্যক্তিত্বদের। ছিলেন অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূরসহ আরও অনেকে। রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন তারা।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সাফা কবির একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদল শিক্ষার্থীদের মাঝে সাফা কবির। ক্যাপশনে সাফা লিখেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের সাহস, শক্তি এবং সম্ভাবনা। তোমাদের সাথে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত।’

Exit mobile version