এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামীলীগের সমর্থক হিসেবে পরিচিত ইটভাটা মালিক মনিরুজ্জামান মনা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট এর দোসররা এখনো কিভাবে দাপট দেখিয়ে সরকারি জায়গা দখল করছে, বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে,ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের ব্রীজের মুখে সড়ক ও জনপথ বিভাগের বেশ কিছু সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে মেসি ট্রাক্টরে করে অন্য জায়গা থেকে মাটি এনে নীচু জায়গা ভরাট করা হচ্ছে। এ বিষয়ে সরকারি জায়গাতে মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে তার ফসলি জমি রয়েছে, সেজন্য সে সামনের জায়গা ভরাট করছে। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতিপত্র আছে কিনা জিজ্ঞেস করলে,তিনি কোন সদুত্তোর দিতে পারেননি। বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট বন্ধ করে দেন এবং ভরাটের উদ্দেশ্যে রাখা মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। ঘটনাস্থলের আশেপাশে মনিরুজ্জামান মনার কোন জমি আছে কিনা জানতে চাইলে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম জানান, মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা এ বিষয়ে তাকে কিছু জানাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে,তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট
-
by admin
- Categories: বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Related Content
ইসিকে বলল জামায়াত পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন নয়
by admin ১৩/০২/২০২৫
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে আছি: নরেন্দ্র মোদি
by admin ১৩/০২/২০২৫
ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
by admin ১৩/০২/২০২৫
৬ মাস মর্গে পড়ে থাকার পর পরিচয় মিললো শহীদ হাসানের
by admin ১৩/০২/২০২৫
রংপুর বিভাগে ১৩৬ অ্যাম্বুলেন্সের মধ্যে ৫১টি বিকল
by admin ১৩/০২/২০২৫
রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
by admin ১৩/০২/২০২৫