সরিষাবাড়ীতে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মাসুদুর রহমানঃ ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব আহমেদ জয়ের (সজীব ওয়াজেদ জয়) ৫২তম জন্মদিন পালন করা হয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এর সোজন্যে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ বাসস্ট্যান্ড ইউনিটের আয়োজনে ২০ পাউন্ড কেক কাটা, কুরআন তেলাওয়াত সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জন্মদিন পালন করা হয়। এ সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রনি ভিপি, সহ সভাপতি হাবিবুর রহমান মানিক,  বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সীলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Exit mobile version