ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামপুরে বিক্ষোভ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। লাগাও রশি মারো টান, ধর্ষক হবে খান খান” এই শ্লোগানে দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) সচেতন ছাত্র জনতার আয়োজনে ইসলামপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাবিল খান,ছাত্র আরিফুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি হামিদুর রহমান, সাখাওয়াত হোসেন জনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সম্প্রতি ইসলামপুরে এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণধর্ষনের বিচার, আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এছাড়াও দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
Exit mobile version