সাংবাদিক নেতা আলী আজমকে ফুলেল শুভেচ্ছা জানাল কনকসাস

কবি নজরুল সরকারি কলেজ, প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হওয়ায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির(কনকসাস) উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার আলী আজমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি। সোমবার(১৫ ই জানুয়ারি) রাত ৮ টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের(ক্র্যাব) কার্যালয়ে কনকসাস সভাপতি যায়েদ হোসেন মিশু ও সাধারণ সম্পাদক আতিক হাসান শুভর নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা সাংবাদিক নেতা আলী আজমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে আলী আজম বলেন, ‘কলেজের ভাবমূর্তি রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলেজ প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড জাতির সামনে তারা তুলে ধরেন।সকল প্রকার অন্যায় অনিয়মের বিরুদ্ধে লেখালেখির সূচনা হয় ক্যাম্পাস সাংবাদিকতার মধ্যদিয়ে। বিশেষ করে পুরান ঢাকার ক্যাম্পাস হিসাবে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা বেশ ভালো কাজ করছে। তিনি আরো বলেন, পদ-পদবি ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসাটা সারা জীবনের জন্য। ক্যাম্পাস সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে জাতির সামনে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান করেন। এবিষয়ে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু বলেন, আমাদের ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির একজন অকৃত্তিম বন্ধু ও উপদেষ্টা আলী আজম ভাই।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মতো একটা গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে তার বিজয় আমাদের জন্য গৌরবের।

Exit mobile version