সাপাহারে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই” ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির মিছিল, অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের  আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এরপর জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল),  সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রহমান (কল্লোল), সাবেক যুগ্ন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আনসারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসনাত রেজা, মুরাদ শাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা জুয়েল হক, সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান (বাদল), বিএনপি নেতা আক্তার হোসেন, আক্কাস আলী প্রমুখ।
Exit mobile version