মো: রাজিবুল ইসলাম বাবু, নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় ০৫ বছরের বছরের এক মক্তবে পড়ুয়া শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম গ্রামের পশ্চিমপাড়া হাফিজিয়া ও মক্তব পড়ানো মাদ্রাসা এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি জানাজানি হলে ওই মক্তবে পড়ুয়া শিশু ছাত্রের পরিবারের লোকজন মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও আশপাশের লোকজন কে ঘটনাটি খুলে বলে। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ গ্রামের কিছু লোকজন জানার পরে ওই শিক্ষকের পরিবারের লোকজন কে খবর দেয়। ওই শিক্ষক বিনগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ এর মোয়াজ্জেম ও মাদ্রাসায় মক্তবে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিত। ওই শিক্ষক/মোয়াজ্জেম এর নাম জাহিরুরুল ইসলাম, তাহার বাসা দিনাজপুর জেলায়। মক্তবে পড়ুয়া শিশু ছাত্র মোঃ সৌরভ হোসেন বিনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আজমল হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত ঘটনায় ওই শিক্ষকের পরিবারের লোকজন আসলে বিষয়টি নিয়ে আপষ মিমাংসা করা হবে।
সিংড়ায় শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষকের বিরুদ্ধে
-
by admin
- Categories: বাংলাদেশ, রাজশাহী বিভাগ
Related Content
চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে
by admin ২৩/০২/২০২৫
নবাবগঞ্জের হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
by admin ২৩/০২/২০২৫
নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান, হামলায় নিহত ১
by admin ২৩/০২/২০২৫
নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার।
by admin ২৩/০২/২০২৫
নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬
by admin ২৩/০২/২০২৫