সুড়ঙ্গ সিনেমা পাইরেসি: অভিযুক্তদের হতে পারে চার বছরের কারাদণ্ড

প্রেস রিলিজ: ১৫-০৬-২০২৪

সুড়ঙ্গ সিনেমা পাইরেসিকারীদের বিরুদ্ধে চার্জ গঠন- হতে পারে চার বছরের কারাদন্ড/ সুড়ঙ্গ সিনেমা পাইরেসি: অভিযুক্তদের হতে পারে চার বছরের কারাদণ্ড

গত বছর কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত আলফা আই স্টুডিওস প্রযোজিত, রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির কবলে পরে চতুর্থ সপ্তাহে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যাতে আলফা আই স্টুডিওস আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তবে পাইরেসির কবলে পরলেও গত বছরের ব্লক বাস্টার সিনেমা ছিল এটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে।

পাইরেসির ঘটনায় বিচার চেয়ে আইনের দারস্থ হন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল। প্রযোজকের দায়ের করা মামলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে দুই আসামী। একই বছর ৩০ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ আসামিদের হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিজ্ঞ আদালত।

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমার পাইরেসির ঘটনায় প্রযোজক শাহরিয়ার শাকিলের করা মামলায় ইতোমধ্যে চার্জ গঠন হয়েছে। বিচারকার্য শেষে অপরাধ প্রমাণ সাপেক্ষে অপরাধীদের ৪ বছরের কারাদন্ডের বিধান রয়েছে আইনে।

কপিরাইট আইন ২০০০(সংশোধিত ০৫) অনুযায়ী ৮২/৮৪ ধারা অনুযায়ী অনুমতি ব্যতিত চলচ্চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অপরাধ। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং চার বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মামলাসুত্রে জানা যায়, বিগত ০৬ মে ২০২৪ সালে ঢাকাস্থ বিচারিক আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। ২৯ জুলাই ২০২৩ সালে বনানী থানায় মামলা দায়ের করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে সাধারণত ঢাকার সিনেমা পাইরেসি হয়নি। নানা কৌশলে এই অবৈধ কাজটি বন্ধ করতে সক্ষম হয়েছে ঢালিউড। কিন্তু সেই অনাকাক্সিক্ষত ঘটনা ফিরে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র মাধ্যমে। সিনেমাটি যখন বাংলাদেশ জয় করে পশ্চিমবঙ্গেও ঝড় তুললো, তখন কোনও একটি পক্ষ ছবিটির কপি রেকর্ড করে ছেড়ে দিয়েছে অনলাইনে। ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ আরও অনেকে। সেই সঙ্গে একটি আইটেম গানে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তির পর পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়ও ছবিটি প্রদর্শিত হয়। প্রদর্শিত সব দেশে সিনেমাটি দর্শক প্রিয়তা লাভ করে।

Exit mobile version