গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পরিচয় পর্ব শেষে ১২নং কঞ্চিবাড়ী ও ১৩নং শ্রীপুর ইউপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, মনোয়ার আলম সরকার, আজহারুল ইসলাম মুকুল ও বয়সে সর্বকনিষ্ঠ নবনির্বচিত ইউপি সদস্য মামুনুর রশিদ প্রমূখ। শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ ইউনিয়নের ভোট চলাকালিন কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ওই দুই ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। পরে গত ৩০ ডিসেম্বর ওই দুই ভোট কেন্দ্রের পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কঞ্চিবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনোয়ার আলম সরকার ও শ্রীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ্আজহারুল ইসলাম মুকুল চেয়ারম্যান নির্বাচিত হন।
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের উদ্যোগে...