মোহাম্মদ ইমাদ উদ্দীন
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মঞ্জিলে অবস্থিত “ইসলামিক রিসার্চ সেন্টার” একটি সুপরিচিত ইসলামী গবেষণা কেন্দ্র ও প্রকাশনা। এটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন চট্টগ্রামের উজ্জ্বলতম নক্ষত্র, ইসলামিক স্কলার, গবেষক, বহু গ্রন্থের লেখক, অনুবাদক, জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আমিনুর রহমান। তিনি ১ মার্চ ১৯৬৫ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভা এলাকার মাওলানা মঞ্জিলের সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান (রহ)। তার দাদার নাম অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউর রহমান। তার দাদা “মুফতি সাহেব” নামে সুপ্রসিদ্ধ ছিলেন। উল্লেখ্য মাওলানা আমিনুর রহমান প্রখ্যাত হাদীস বিশারদ ও বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন ঢাকা আলিয়া মাদ্রাসায় সাবেক মুহাদ্দিস,সিলেট আলিয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ,চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন (রহ)’র জামাতা ও শিষ্য ছিলেন। এমনকি তাঁর নানা শ্বশুর আল্লামা আব্দুন নূর সিদ্দিকী (রহ)ও একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন।
অধ্যক্ষ আমিনুর রহমান ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু করেন। এর পাশাপাশি ইসলামিক রিসার্চ সেন্টার, চন্দনাইশ, মাওলানা মঞ্জিল, চট্টগ্রামে এই গবেষণাগার ও প্রকাশনাটি প্রতিষ্ঠা করেন। এবং আমৃত্যু পর্যন্ত পরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর স্বত্বাধিকারী প্রকাশনী ও গবেষণা কেন্দ্র থেকে তিনি অসংখ্য অনূদিত ও লিখিত বইসমূহ প্রকাশিত করেন। তাঁর লিখুনির মাধ্যমে তিনি হানাফী মাযহাবের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা সঠিক সুন্নী মতাদর্শ প্রচার ও প্রসার করার অনেক বেশি অবদান রেখেছেন।
অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান ইসলামিক রিসার্চ সেন্টার, চন্দনাইশ,চট্টগ্রাম গবেষণার মাধ্যমে একজন আলা হযরত গবেষক,রেযা প্রেমিক, রেজভী সাহিত্যচর্চার একনিষ্ঠ সেবক, কাদেরিয়া রেজভীয়া তরিকতের বিশিষ্ট খাদেম হিসেবে মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। উল্লেখ্য তিনি গত ০৬ ডিসেম্বর ২০২২ রাত ০৮.৩০ ঘটিকায় ইন্তেকাল করেন। বর্তমানে ইসলামিক রিসার্চ সেন্টার, মাওলানা মঞ্জিল,চন্দনাইশ,চট্টগ্রাম এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ আতাউর রহমান রাফি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গবেষণা কেন্দ্রটি কেয়ামত পর্যন্ত খেদমত করার তাওফিক দান করুক। আমিন।
লেখক : কলামিস্ট।
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।
প্রচার ও প্রকাশনা সচিব, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি