সুবিধাবঞ্চিত ত্রিপুরা পাড়ায় ব্যতিক্রমী আয়োজনে একুশ উদযাপন মিরসরাই উপজেলা প্রশাসনের

এম আনোয়ার হোসেন, মিরসরাই
মিরসরাই উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বের পাহাড় অধ্যূষিত নলখোঁ ত্রিপুরা পাড়া। এটি মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি পাড়া। এই পাড়ায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। একসময় তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। অবশেষে ২০১৮ সালে সেখানে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এখন এই পাড়ার কোমলমতি শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। তবে তাদের পাহাড়ের ভাঁজে ভাঁজে তৈরি সড়ক যেন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটিও স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শীঘ্রই পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাড়ার বাসিন্দারা সুচিকিৎসা থেকেও বঞ্চিত। তাই মহান একুশ উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত এই পাড়ার বাসিন্দারের জন্য মিরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ’র আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পসহ নানা আয়োজন করা হয়। তম্মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে একুশের প্রভাতফেরী, চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, চক্ষু শিবির, খৎনা ক্যাম্প, শিক্ষাও ক্রীড়া সামগ্রী বিতরণ, সাইলেন্ট স্মাইল কর্ণারে বস্ত্র বিতরণ, বি হ্যাপি কর্ণারে সবজি বিতরণ, জয়িতা সংকোচ নয়-নারী সচেতনতার অংশ হিসেবে নারী সুরক্ষা সামগ্রী বিতরণ, নাক ও কান ছেদন, ওষুধ বিতরণ, ক্ষু-নৃগোষ্ঠীদের পরিবেশনায় নৃত্য, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এবং এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ ব্যাচের সদস্য আরশি ও সফল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ফ্রি হেলথ ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ’র সদস্য এবং ফ্রি হেলথ ক্যাম্প-২০২৩ এর আহবায়ক জনি ঘোষ।
দিনব্যাপী অনুষ্ঠানে এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ’র গ্রুপের অকালে ঝরে যাওয়া কিছু সহপাঠী বন্ধুদের স্মরণে চিকিৎসাসহ বিভিন্ন বিভাগের বুথ করা হয়। ওই ব্যাচের সারাদেশের ৩৪ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি হেলথ ক্যাম্পে ৪ সহস্রাধিক লোকের চিকিৎসা সেবা প্রদান, ২ সহস্রাধিক মানুষের মাঝে বি-হ্যাপি কর্ণারে সবজি প্রদান এবং প্রায় দেড় হাজার মানুষকে সাইলেন্ট স্মাইল কর্ণারে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে ১ হাজার ৯ শত জনের ব্লাড গ্রুপিং, ১ হাজার ৮ শত জনের ডায়াবেটিস পরীক্ষা, ৬৬ জনের নাক ও কান ছেদন, ঔষধ সরবরাহে সহায়তা, খতনা সেবা নেওয়া ৫১ জন শিশুর পরীক্ষা ও ওষুধ সরবরাহ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের উদ্যোগে চক্ষু শিবিরে ৫২ জনকে চোখের অপারেশনের জন্য চিহ্নিত করা এবং ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান, আঞ্চলিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়া দালানের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং খতনা সেবা নেওয়া ৫১ জন শিশুকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের চেতনাকে সম্মান জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতফেরীর মাধ্যমে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপী আয়োজনের সংবর্ধনা পর্বে চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিনকেসহ ক্যাম্পেইনে অংশ নেওয়া চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ’র সদস্য ফ্রি হেলথ ক্যাম্প-২০২৩ এর আহবায়ক জনি ঘোষ বলেন, ‘মানবিক এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর আয়োজনে ইতিপূর্বেও ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে। মিরসরাইয়ে আমাদের এই আয়োজন সফল ও সার্থক করার জন্য মিরসরাই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবিক চিকিৎসা সেবা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল করেরহাট ও পাশ^বর্তী অঞ্চলের দরিদ্র জনগোষ্টির জন্য ফ্রি হেলথ ক্যাম্প, বস্ত্র ও সবজি উপহার, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী উপহার, নারীদের সুরক্ষা সামগ্রী উপহার, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে সকল ধরণের চিকিৎসা সেবা, খতনা সেবা, ব্লাড গ্রুপিং, নারী সুরক্ষা সমাগ্রী ও ঔষধ বিতরণ।’
ফ্রি হেলথ ক্যাম্পের অন্যতম সমন্বয়ক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘পাহাড় অধ্যূষিত জনপদ হওয়ায় আমার ইউনিয়নের নলখোঁ ত্রিপুরা পাড়ার বাসিন্দারা নানা সুবিধা থেকে বঞ্চিত। তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ বাংলাদেশ এবং মিরসরাই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই দেশে বর্তমানে ব্যাচভিত্তিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে তারাও এমন মানবিক কর্মকান্ডে জড়িত হোক।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘নলখোঁ ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জন্য এমন আয়োজনে সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ‘জনসেবার জন্য প্রশাসন’-এই ব্রত নিয়ে মিরসরাই উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আগামীতেও জনস্বার্থে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘টাকা থাকলেও সবাই মানবিক কাজ করে না। কিন্তু প্রত্যন্ত এই পিছিয়ে পড়া জনপদে মানবিক এসএসসি ২০০২ এন্ড এইচএসসি ২০০৪ এর বর্ণাঢ্য আয়োজন প্রশংসনীয়। দিনব্যাপী বৃহৎ পরিসরে মানবতার সেবায় এই ধরণের কর্মকান্ড এই অঞ্চলের অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়েছে।’

Exit mobile version