দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের আন্দোলনের মুখে তিনি কার্যালয় ছেড়ে সরকারি বাসভবন থেকেই দাপ্তরিক কাজ করছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জনস্বার্থে ফাতেমাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী প্রীতির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ইউএনও ফাতেমার বিরুদ্ধে। তার অপসারণের দাবিতে গত বুধবার বেলা ৩টায় স্থানীয় শহীদ মিনার সড়কে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়। ওইদিন বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এতে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় থেকে বেরিয়ে বাসভবনে চলে যান ইউএনও। পরদিন বৃহস্পতিবার থেকে কার্যালয়ে না গিয়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করতে থাকেন তিনি।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের ইউএনও ফাতেমার বদলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফাতেমাকে রিলিজ দেওয়া হয়েছে।