সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সকাল ১১টায় উপজেলার ডেওটি ইউনিয়নের ২নং ওয়ার্ড রুহুল আমিন নগর বাগের ভূঁইয়া বাড়ীর সামনে মৃত মো.আলী হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন রনি (২৮) লিখিত বক্তব্য পাঠ করেন। ভুক্তভোগী সাজ্জাদ হোসেন রনি ও ইয়াছিন আরাফাত রঞ্জুৱ উপর গত ৯মে বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় সন্ত্রাসী মেহেদী হাসান (৪০), তার ভাড়াটিয়া সন্ত্রাসী তোফায়েল আহমদ হিরু(৩৫), মোহাম্মদ রাসেল (৪৫), মোহাম্মদ রেজওয়ান (৩০) আমার ও ছোট ভাই রঞ্জু উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে আহত করে সন্ত্রাসীরা খামারের মাছ বিক্রি করা প্যান্টের দুই পকেটে থাকা ১ লক্ষ ৪৭ হাজার টাকা ও ৩০হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে যায়। আমাদের সৌর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে সোনাইমুড়ী হাসপাতালে ভর্তি করায়। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ও বিভিন্ন অপবাধ দিয়ে মানহানিকর কথা বার্তা প্রচার করছে। বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। রনি আরো বলেন গত ১১ মে রাত ১০ টার সময় আমাদের প্রাণে হত্যা করার জন্য ৩০০০০ টাকা চুক্তিতে অস্ত্রধারি সন্ত্রাসী কিলার ভাড়া করে। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে আমি প্রাণ বাঁচাতে অন্যত্র পালিয়ে নিজেদেরকে রক্ষা করি। রনি বলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, উপজেলা নির্বাহী ও থানায় প্রশাসনের কাছে ন্যায় বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, জাফর আলম ভূট্টো, পারভেজ আলম, রফিক, হুক্কা মিয়া, সিদ্দিক উল্লাহ,আরমান হোসেন, ভুক্তভোগীর ছোট ভাই ইয়াসিন আরাফাত রঞ্জুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version