স্ত্রীকে জড়িয়ে ধরলে কি অজু ভেঙে যায়?

নামাজের পূর্বশর্ত হলো অজু। অজু ছাড়া নামাজ পড়া যায় না। হাদিসে অজুকে নামাজের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (তিরমিজি : ৪)

অজু মানুষকে আলোকিত করে। কিয়ামতের দিন এই উম্মতের অজুর অঙ্গগুলো উজ্জ্বল থাকবে, ফলে তাদের অন্য উম্মতদের থেকে আলাদা করা সহজ হবে। তাই সাহাবায়ে কেরাম অজুর প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। সে দৃষ্টিকোণ থেকে সবসময় অজু অবস্থায় থাকা উত্তম।

স্ত্রীকে স্পর্শ করলে বা জড়িয়ে ধরলে কখনোই অজু ভঙ্গ হবে না। নবী (সা.) থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, তিনি স্ত্রীকে চুম্বন করে নামাজ পড়তে বের হয়েছেন কিন্তু অজু করেননি। কেননা আসল হচ্ছে, দলিল না থাকলে অজু ভঙ্গ না হওয়া। কেননা শরয়ি দলিলের ভিত্তিতে তার অজু প্রমাণিত হয়েছে। তবে যদি স্পর্শ বা জড়িয়ে ধরলে মজি বের হয়, তাহলে অজু ভেঙে যাবে।

মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ ৭টি। যথা-

এক. পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব-পায়খানা, পোকা ইত্যাদি।

দুই. রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

তিন. মুখ ভরে বমি করা।

চার. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

পাঁচ. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া।

ছয়. পাগল, মাতাল বা অচেতন হলে।

সাত. নামাজে উচ্চস্বরে হাসি দিলে।

Exit mobile version