প্রতিবেদক: স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী রোববার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে পিএসসি।
আজ মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে।
এ পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫১ জন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য মৌখিক পরীক্ষার সময় টিকা সনদ সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, ৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।