৩ ডিসেম্বর ২০২৪ (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম বলেন, ২০২১ এর অযৌক্তিক এমপিও নীতিমালা বাতিল করে একাডেমিক স্বীকৃতি, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা। তিনি আরো বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা অনতি বিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তর করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর ধরে এমপিও বিহীন থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীরা নিরলস ভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসকল প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিওভুক্ত করেছেন। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন সকল বৈষম্য দূর করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সকল প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রী কলেজ) একযোগে এমপিওভুক্ত করণের জন্য অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন বিনা বেতনে যারা শিক্ষকতা করছেন তাদের শিক্ষার মান উন্নত হতে পারে না। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নূন্যতম ছাত্র-ছাত্রী, পরীক্ষার্থী, নিজস্ব জমি, ভৌত অবকাঠামো ও একাডেমিক স্বীকৃতি আছে সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ড. এম. কোরবান আলী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাবি’র সাবেক সিনেট সদস্য এ বি এম ফজলুল করিম, সিপিবি সভাপতি মো. শাহ আলম, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিল সোলায়মান, প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, অধ্যক্ষ মোঃ আবু সায়েম, অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ পল্লব কুমার দে, অধ্যক্ষ মোঃ এরশাদুল হক খান, সুপার মোঃ বাহারুল ইসলাম, সুপার মোঃ গোলাম মোস্তফা, প্রভাষক মোঃ রায়হান কবির, সুপার মোঃ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মোঃ পনির উদ্দিন প্রমুখ।