ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা সন-তারিখসহ জাতিসংঘের দাপ্তরিক কাজে ব্যবহার করা সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলনসহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন যথাযথ কর্তৃপক্ষ কে এগিয়ে আশার আহবান জানানো হয়। পদযাত্রায় ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে ডা. মআআ মুক্তাদীর এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য ভাষাসৈনিক মন্টু কাজী, খ্যাতিমান ভাষা আন্দোলন গবেষক অধ্যাপক এমএ বার্ণিক, ভারত সত্যকাম বাগচী,
বাংলা একাডেমির জীবন সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, নুর হোসেন রানা, কবি লিন্ডা আমিন,ছড়াকার ফরিদ সাঈদ,মীর শামসুল আলম বাবু,আবুল কালাম আজাদ, কবি মতিয়ারা চৌধুরী মিনু,সালমা আহমেদ হীরা,কবি আব্দুস সালাম,অভিনেতা নজরুল, বিজু মোহাম্মদ, মাহবুবুল হক, মুহাাম্মদ হাাসানুল বান্না,কবি শশী ইয়াসমিন, কবি নুরূণ নাহার,ফারজানা রাখী, রিয়াদ হোসেন, রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
পদযাত্রা শেষে সবাই কে ৮ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস এ প্রভাতফেরি লিখে প্রভাতফেরি করার জন্য আহবান জানানো হয়। প্রভাতফেরি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ পক্ষ থেকে ৮ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি সকাল বেলায প্রথম প্রহরে আজিমপুর কবরস্থান সামনে প্রভাতফেরি আয়োজন করেছে। এই প্রভাতফেরিতে অংশগ্রহন করার জন্য উপস্থিত সবাই কে অনুরোধ জানানো হয় ।