১৮৮০ সালের কথা। তখন ছিলো ভিক্টোরিয়া যুগ। ব্রিটেনের প্রকৌশলী শ্যানন ওহারে ঘরে বসেই পুরো ইউরোপ ভ্রমণের চিন্তা করলেন।
.
সেই ভাবনা থেকেই তৈরি করলেন একটি মোবাইল বাড়ির নকশা। ভাবনাটি তিনি পেয়েছিলেন ফরাসি ঔপন্যাসিক জুলভার্নের একটি কল্পিতগল্প থেকে। অবশেষে ১৮৮২ সালে তিনি বানিয়ে ফেলেন ইঞ্জিন চালিত মোবাইল বাড়ি। বাড়িটির নাম দেয়া হয়েছিলো—নেভার ওয়াজ হাউল।
.
আট চাকার বাড়িটি ছিলো ২৪ ফুট লম্বা, ২৪ ফুট উঁচু ও ১২ ফুট চওড়া। পাঁচ মাইল বেগে এটি চলতে পারতো।
.
বাড়িটিতে ছিলো ইঞ্জিন রুম, কমান্ড ডেক ও ড্রেসিং রুম। ইঞ্জিন রুমে মালামাল ছাড়াও ছয় জন থাকতে পারতো।
.
কাঠের তৈরি বাড়িতে ছিলো একটি বার, লাইব্রেরি, বারান্দা, ডাইনিং রুম, টয়লেট ও উপরে উঠার সিঁড়ি।
.
ভ্রাম্যমান বাড়িটিতে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও ছিলো চমৎকার। নিচে স্থাপন করা হয়েছিলো সেফটিক ট্যাংকি।
.
তার নিচে যুক্ত ছিলো ধাতব ট্রে। ময়লা জমা হলে ট্রে অপসারণ করে তা বাইরে ফেলা হতো। এবং ট্রে আবার লাগিয়ে দেয়া হতো!
তথ্য :-সংগৃহীত