প্রতিবেদক:বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে।মঙ্গলবার(২৪ জানুয়ারি ) থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে পালন করা হবে পবিত্র শবে মেরাজ।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মো. মুনিম হাসান বলেন, মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে শবে মেরাজ পালন করা হবে।হিজরি সনের ২৬ রজব শবে মেরাজ পালন করা হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হযরত মুহাম্মাদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন।
সারা বিশ্বের মুসলমানরা এ রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান মুসলমানরা।শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।
Post Views: 118
Like this:
Like Loading...
Related