২৫ জানুয়ারী দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে দিনাজপুরে জামায়াতের বিশাল শুভেচ্ছা মিছিল

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে দিনাজপুরে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার বিকালে দিনাজপুর শহর জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলটি শহরের রেলস্টেশন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেশন চত্বরে এসে শেষ হয়। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষন দিবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। সম্মেলন সফল করতে এবং আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে জামায়াতের নেতা-কর্মীরা মিছিলে বিভিন্ন শ্লোগান দেন।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক। দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাইনুল আলম ও মাওলানা মুজিবুর রহমান,বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম । সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ মাসুদ রানা প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে ব্যাপকভাবে বরণ করে নিতে হবে। মিছিলে শহর জামায়াতের ১২টি ওয়ার্ডের আমীর, সভাপতি, সেক্রেটারী, শ্রমিক কল্যান ফেডারেশন, ইসলামী ছাত্রশিবিরসহ সকলঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর এমন প্রকাশ্য ও বিশাল মিছিলকে দিনাজপুরের মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়।

 

Exit mobile version